Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

জনশুমারি ও গৃহগণনা নামে অভিহিত হয়। ২০২২ সালে দেশের প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয় এবং এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় ICT পুরুষ্কারে ভুষিত হয়। এছাড়া ১০ বছর পর পর কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি নিয়মিত বাস্তবায়িত করে আসছে। নিয়মিত ভাবে সারা দেশে ২৭৬৪টি পিএসইউ (প্রাইমারি স্যাম্পল ইউনিট)/IMPS (Integrated Multi Purpose Sample) রয়েছে যার মাধ্যমে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২৪ প্রকল্পের মাধ্যমে দুটি জনশুমারির মধ্যবর্তী বিভিন্ন জনমিতিক ও আর্থসামাজিক পরিবর্তনের সূচক সমূহ নির্ণয় করে থাকে । উল্লেখ্য যে, আদিতমারী উপজেলায় দুটি জনশুমারির মধ্যবর্তী বিভিন্ন জনমিতিক ও আর্থসামাজিক পরিবর্তনের সূচক সমূহ নির্ণয় করার জন্য স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) প্রকল্পের ০৬ পিএসইউ (প্রাইমারি স্যাম্পল ইউনিট)/IMPS (Integrated Multi Purpose Sample) রয়েছে। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তালিকা প্রনয়ন কার্যক্রম ইতোমধ্যেই জুলাই/২৪ হতে আগষ্ট/২৪ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে বর্তমানে অর্থ্যৎ সেপ্টেম্বর/২৪ এর ১৯ হতে ২৬ তারিখ পর্যন্ত দ্বিতীয় জোনাল অপারেশনের ম্যাপিং ও Integrated Census Management System (ICMS)  এ জিও কোড হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে,  ডিসেম্বর/২৪ এর মধ্যে মাঠ পর্যায়ে গণনাকারীগণের মাধ্যম্যে দেশের প্রথম ডিজিটাল অর্থনৈতিক শুমারি এর মূল কার্যক্রম বাস্তবায়িত হওয়ার পরিকল্পনা রয়েছে।