Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ পর্যন্ত ০৬ টি আদম শুমারি ও গৃহগণনা সম্পন্ন করো ( ২০১৩ সালে প্রতিষ্ঠিত পরিসংখ্যান আইনের বলে আদমশুমারি ও গৃহগণনা নামটির পরবর্তীতে জনশুমারি ও গৃহগণনা নামে অভিহিত হয়। ২০২২ সালে দেশের প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয় এবং এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় ICT পুরুষ্কারে ভুষিত হয়। এছাড়া ১০ বছর পর পর কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি নিয়মিত বাস্তবায়িত করে আসছে। ২০১৭ সালে দেশের প্রথম খানা তথ্য ভান্ডার শুমারি বাস্তবায়ন করে। এছাড়াও তাঁত শুমারি, বস্তি শুমারি এবং নিয়মিত ভাবে সারা দেশে ২৭৬৪টি পিএসইউ (প্রাইমারি স্যাম্পল ইউনিট)/IMPS (Integrated Multi Purpose Sample) রয়েছে যার মাধ্যমে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) প্রকল্পের মাধ্যমে দুটি জনশুমারির মধ্যবর্তী বিভিন্ন জনমিতিক ও আর্থসামাজিক পরিবর্তনের সূচক সমূহ নির্ণয় করে থাকে । উল্লেখ্য যে, আদিতমারী উপজেলায় দুটি জনশুমারির মধ্যবর্তী বিভিন্ন জনমিতিক ও আর্থসামাজিক পরিবর্তনের সূচক সমূহ নির্ণয় করার জন্য স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) প্রকল্পের ০৬ পিএসইউ (প্রাইমারি স্যাম্পল ইউনিট)/IMPS (Integrated Multi Purpose Sample) রয়েছে। 

প্রতিনিয়ত বিভিন্ন জরিপের মাধ্যমে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত Sustainable Development Goal (SDG) অর্জনে দেশের বিভিন্ন সূচক সমূহ নির্ণয়ের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া মূল্যস্ফিতি, জিডিপি, মাথাপিছু আয় ইত্যাদি জাতীয় পরিসংখ্যান নির্ণয়ে নিয়মিত জরিপ সমূহ চলমান রয়েছে।